শ্রীলেখার ওজন বৃদ্ধি, দায়ী করলেন বাংলাদেশি নায়িকাকে!
<![CDATA[
সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাংলাদেশে অবস্থানকালে এ দেশের নানান খাবার খেয়ে তিন কেজি ওজন বেড়েছে তার। আর নিজের এই ওজন বৃদ্ধির জন্য দায়ী করেছেন দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে।
নিজ দেশে ফিরে গিয়ে শ্রীলেখা তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ওজন বৃদ্ধির কথা জানিয়েছেন। সেখানে অভিনেত্রী লেখেন, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না, ৩ কেজি বেড়েছে। এটা রুমানা ইসলাম মুক্তি গিফট (ইমোজি) করেছে।’
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে থাকছেন?
এর আগে বাংলাদেশে এসে এ দেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দেশের খাবার নিয়ে বেশ প্রশংসা করেছেন। জানিয়েছেন বাংলাদেশের সব খাবার বেশ প্রশংসনীয়।
আরও পড়ুন: তেলেগু অভিনেতা সুধীর বর্মার রহস্যময় মৃত্যু
বাংলাদেশের কোন খাবারটি ভালো লেগেছে- জানতে চাইলে শ্রীলেখা বলেন, বাংলাদেশের সব খাবার ভালো। শাহী টুকরা বেশ ভালো লেগেছে। আর এ দেশের আতিথেয়তার সঙ্গে পৃথিবীর কোনো দেশ টিকতে পারবে না।’
]]>