শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় খুলনার ৫ নারী
<![CDATA[
খুলনায় বিভাগীয় পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বিভাগীয় পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী যশোরের সার্কিট হাউজ পাড়ার সালমা ইসলাম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের জামিলা খাতুন, সফল জননী নারী হিসেবে নড়াইলের লোহাগড়ার আলেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে জয়িতা হয়েছেন খুলনার রূপসার সন্ধ্যা রানী বিশ্বাস, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের কারণে খুলনার দাকোপের অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।
আরও পড়ুন: নারী উদ্যোক্তাদের আশ্রয়স্থল ‘জয়িতা’
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত এ দেশকে শুধু পুনর্গঠনই করেননি, নারীর অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। জাতির জনকের সব কাজে সার্বক্ষণিক সঙ্গী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জয়িতা সম্মাননার মাধ্যমে অন্য নারীরাও সমাজ উন্নয়নে উৎসাহ-উদ্দীপনা পাচ্ছেন। জীবন সংগ্রামে অদম্য জয়িতাদের জন্য প্রতিটি বিভাগে ১০ তলা ভবনের পরিকল্পনা নেয়া হয়েছে, যা দ্রুতই বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা
সম্মাননা প্রদান অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন, খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ প্রমুখ।
]]>




