‘শয়তান কোনো দলের নয়’
<![CDATA[
‘শয়তান কোনো দলের নয়। শয়তানের সংখ্যা খুব কম। কিন্তু তারা সবসময় অনিষ্ট করার চিন্তায় থাকে। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।’
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়ায় প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম এসব কথা বলেন।
আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সামাজিক সম্প্রীতি সমাবেশে হলি আর্টিজান, কুমিল্লায় মন্দিরে হামলাসহ বিভিন্ন উদাহরণ তুলে ধরেন তিনি।
ওই সমাবেশ থেকে সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে ঘুষ, অফিস সহকারী গ্রেফতার
এছাড়া হিন্দুধর্মালম্বীরা আসন্ন দুর্গাপূজা যেন নির্বিঘ্নে করতে পারেন সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, বীর মুক্তিযোদ্ধা জমসেদ শাহ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আব্দুল মমিন বাবুল, কাজী মাঈন উদ্দিন, কাজী কেফায়েত উল্লাহ, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।
]]>




