বিনোদন

ষোলো বছরের পুরনো কর্মীকে রাত ৩টায় বরখাস্ত করল গুগল

<![CDATA[

গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট সম্প্রতি ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী তারা ১২ হাজার কর্মী ছাঁটাই করবে। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এক ঘটনা ঘটিয়ে বসেছে গুগল। সাড়ে ১৬ বছর ধরে কাজ করা এক কর্মীকে রাত ৩টায় বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের ওই কর্মীর নাম জাস্টিন মুরে। তিনি তার লিংকডইনে অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘অতএব, গুগলে সাড়ে ১৬ বছরেরও বেশি সময় কাজ করার পর আমি সৌভাগ্যবান ১২ হাজার জনের একজন হিসেবে আজ সকাল ৩ টায় নিজের অ্যাকাউন্ট বন্ধ পেলাম। এর মাধ্যমে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই মনে হচ্ছে।’ 

জাস্টিন মুরে আরও লিখেন, ‘আমার কাছে অন্য কোনো তথ্য নেই। আমার সঙ্গে যোগাযোগও করা হয়নি। তাই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে বলেই ভেবে নেয়া উচিত।’ তিনি বলেন, ‘গুগলে আমি খুবই দারুণ সময় কাটিয়েছি!’ গুগলের সিইও সুন্দর পিচাইকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে এবং পুরো টিমের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।’ 

আরও পড়ুন: এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

আকস্মিক ছাঁটাইয়ের বিষয়টি ইঙ্গিত করে মুরে বলেন, ‘এই বিষয়টি আপনাকে বুঝিয়ে দেবে যে, আপনি কোনো কাজের না। আপনার নিয়োগকর্তারা-বিশেষ করে গুগলের মতো প্রতিষ্ঠান যাদের কোনো বুক পিঠ নেই-তারা আপনাকে শতভাগ ছুড়ে ফেলার যোগ্য বলেই মনে করে। সুতরাং, কেবল কাজ নয়, জীবন যাপনও করুন।’ 

এর আগে, অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান সাম্প্রতিক বছরগুলোতে নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে, যা আগে কখনো হয়নি। তাই আমাদের লোকবল কমানোর দিকে মনোযোগ দিতে হচ্ছে।’

তিনি বলেছিলেন, ‘যেসব সিদ্ধান্ত আমাদের আজকের এই পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছে তার জন্য আমি সম্পূর্ণভাবে দায়বদ্ধ।’ তবে জাস্টিন মুরের বেলায় গুগল কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে তা এখনো জানা যায়নি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!