খেলা

সংসদে সিনেমার শুটিং করতে চান কঙ্গনা

<![CDATA[

কঙ্গনা রানাওয়াত, যিনি একজন শক্তিমান অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার সিনেমার চেয়ে বেশি আলোচিত থাকেন তার বলা কথাবার্তার জন্য। তবে আপাতত তিনি রয়েছেন সিনেমার শুটিংয়ের ব্যস্ততায়। তা নিয়ে এলো নতুন এক খবর।

১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট নিয়ে ‘ইমার্জেন্সি’ নামক নতুন সিনেমা বানাচ্ছেন তিনি। ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি সংসদে ছবিটির শুটিং করতে চেয়েছিলেন কঙ্গনা। সেই মর্মে অনুরোধ জানিয়েছিলেন লোকসভার সচিবালয়েও। কঙ্গনার আবেদনের ভিত্তিতে এখনও কোনো উত্তর দেয়া হয়নি সচিবালয়ের তরফে। তবে পিটিআই সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর এই অনুরোধ হয়তো নাকচ করে দেয়া হতে পারে।

আরও পড়ুন: শাহরুখ খান অসুস্থ

সাধারণত সংসদে জনতাকে কোনোরকম ভিডিওগ্রাফি কিংবা শুটিং করতে দেয়া হয় না। তবে যদি সেটা কোনো সরকারি কাজ বা জরুরি কাজের জন্য করা হয়ে থাকে সেটা আলাদা।

দূরদর্শন এবং সংসদ টিভিকে সংসদের ভেতর ভিডিও এবং শুটিং করার অনুমতি দেয়া আছে, অন্য কাউকে নয়। পিটিআইয়ের তরফে আরও জানানো হয়েছে যে এর আগে কোনো ব্যক্তি বা প্রাইভেট কোম্পানিকে তাদের কোনো ব্যক্তিগত কাজের জন্য কোনোরকম ভিডিওগ্রাফি বা ছবি তোলার অনুমতি দেয়া হয়নি সংসদের মধ্যে। এখন শুধু সময়ের অপেক্ষা, আসলেই কি অনুমতি পাবেন কঙ্গনা?

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!