সড়কেই চালকের হার্ট অ্যাটাকে মৃত্যু, নিভে গেল পথচারীরও প্রাণ
<![CDATA[
ভারতের মধ্যপ্রদেশে চলন্ত বাসে এক চালক হার্ট অ্যাটাক করলে গাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর পরপরই নিয়ন্ত্রণহীন বাস সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারলে সেখানে এক পথচারীও মারা যান। আহত হন অনেকে। উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং চালক হরদেব পালের (৬০) মৃতদেহ উদ্ধার করে।
শুক্রবার (০২ ডিসেম্বর) ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জবলপুর শহরের ওই ট্র্যাফিক সিগন্যালের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল ও রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা মারছে। পরে বাসটিও উল্টে যায়।
স্থানীয় পুলিশ জানায়, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামের এক চালক। তিনি গত দশ বছর ধরে শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছেন। বাস চালানোর সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন স্টিয়ারিংয়ের ওপর।
আরও পড়ুন: রিহ্যাব থেকে ফিরে নেশার ঘোরেই পরিবারের সবাইকে খুন!
ঘটনার পর সেখানে দ্রুত উপস্থিত হয় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, ওই বাসের যাত্রী এবং দুই শিশুসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক বৃদ্ধকেও ধাক্কা মারে। তবে বাসটির গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
]]>




