সড়কে পড়ে থাকা সেই শিশু খুঁজে পেল নতুন ঠিকানা
<![CDATA[
মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেল নতুন ঠিকানা। আদালতের মাধ্যমে দত্তক নিলেন রাজবাড়ীর সরকারি চাকরিজীবী নিঃসন্তান দম্পতি।
মাদারীপুরের আদালতপাড়ায় নবজাতক দত্তক নিতে আগ্রহী দম্পতিদের ভিড়। আদালতে একে একে আবেদন পড়ে ১৯ জনের। তিন ঘণ্টা ধরে চলে শুনানি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানি নেন আবেদনকারীদের। প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি ৪ জনের যোগ্যতা অনুসারে আবারও চলে শুনানি। পরে ৭ লাখ টাকা অফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতক দত্তক দেন আদালত।
আরও পড়ুন: সড়কের পাশে পড়ে ছিল কম্বল প্যাঁচানো নবজাতক
মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার দম্পতি জানায়, একটি বাচ্চা লালন-পালন করে তাকে সুন্দর ভবিষ্যৎ দেয়ার মতো অর্থনৈতিক অবস্থা তাদের আছে।
তারা বলেন, ‘নবজাতকের সুন্দর জীবন গঠনে সর্বচ্চো চেষ্টা করব। আমাদের আগ্রহ, আর্থিক অবস্থা ও সামগ্রিক দিক বিবেচনা করে আদালত এ শিশুর দায়িত্ব আমাদের দিয়েছেন।’
মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট রুবিনা আক্তার বলেন, ‘সবদিক বিবেচনা করে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দিয়েছেন এ বাচ্চাটি মরিয়মের কাছে থাকবে।’
আরও পড়ুন: যশোর হাসপাতালে পাওয়া নবজাতকের স্বজনদের সন্ধান মিলেছে
নাম পরিচয়হীন নবজাতক এ দম্পতির ঘরে আলো ছড়িয়ে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে- এমন প্রত্যাশা আদালত, আইনজীবী ও সুধীমহলের।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মু. শহিদুল ইসলাম বলেন, ‘৭ লাখ টাকা এ সন্তানের নামে ডিপোজিট করবে, এই মর্মে সন্তানটি লালন-পালনের জন্য এ দম্পতিকে দিয়েছেন আদালত।’
নাজির জানান, সাতদিনের মধ্যে নবজাতকের নামকরণ করা হবে। আর তার দায়িত্ব ওই দম্পতির।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যালয়ের মাঠে নবজাতকের জন্ম
উল্লেখ্য, গত রোববার (১৮ ডিসেম্বর) মাদারীপুর শহরের বটতলা এলাকার সড়কের পাশ থেকে কম্বলে প্যাঁচানো ফুটফুটে নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয়রা। শিশু কন্যাটি এখনো জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
]]>