সত্যি কি মা হচ্ছেন রাখি?
<![CDATA[
বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন রাখি ও আদিল জুটি। এবার তাদের নিয়ে উঠেছে নতুন গুঞ্জন। বলিউডের বাতাসে শোনা যাচ্ছে, মা হতে চলেছেন রাখি। তাই তাদের লুকিয়ে রাখা বিয়ে এখন মিডিয়ায় ফাঁস হয়েছে।
বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্ত ভালোবেসে বিয়ে করেন আদিল খান দুরানিকে। সাত মাস আগেই তাদের বিয়ে হয়। সে খবর এখন প্রকাশ্যে। হঠাৎ তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার কারণ হিসেবে রাখির মা হওয়ার খবরকে জুড়ে দিয়েছেন।
রাখী কি সত্যিই অন্তঃসত্ত্বা? বার্তা সংস্থা এএনআইয়ের পক্ষে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাখি বলেছেন, ‘মন্তব্য করতে চাই না।” যেহেতু বিষয়টিকে সরাসরি রাখি না বলেনি তাই সবাই ধরেই নিচ্ছেন এ প্রশ্নের উত্তর হ্যাঁ ছাড়া অন্য কিছু নয়।
আরও পড়ুন: বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে ‘যুদ্ধঘোষণা’ উরফির!
আদিল খান দুরানিকে ভালোবেসে ধর্ম ও নিজের নাম পরিবর্তন করেছেন বলিউডের এ আইটেম গার্ল। স্বীকার করেছেন নিজের বিয়ের কথাও। কিন্তু আদিল প্রথমেই বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দেয়।
এরপর অনেক বার আদিলকে দেখা গেছে বিয়েকে অস্বীকার করার। অবশেষে বিয়ের কথা স্বীকার করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, তিনি রাখির সঙ্গে বিবাহিত। তবে আদিলের পরিবার এখনও রাখিকে মেনে নিতে পারেনি। তিনি আশা করছেন, সব ঠিক হয়ে যাবে।
সূত্র: টিভি নাইন বাংলা
]]>




