সবচেয়ে দামি ক্লাব ইউনাইটেড, আয়ের দিকে এগিয়ে সিটি
<![CDATA[
বেশ কিছুদিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির চেষ্টা করছে গ্লেজার পরিবার। গত পাঁচ মৌসুমে একটিও শিরোপা না জেতা দলটির সমর্থকরা তাদের এই মালিককে আর চায় না। বারবার ‘গ্লেজারস আউট’ ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করছে সমর্থকরা। তবে গত কয়েক মৌসুম ধরে বাজে পারফর্ম করা সত্ত্বেও ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাবে পরিণত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলাধুলার আর্থিক বিষয়াদি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’র জরিপে এমনটাই উঠে এসেছে।
ক্লাব ফুটবলের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক আসর বলা হয় ইংলিশ প্রিময়ার লিগকে। ইউরোপের পাওয়ার ফুটবলের রমরমা পসরা বসে লিগটিতে। সারা বিশ্বের নামিদামি ফুটবলারদের পদচারণা এবং মাঠের লড়াইয়ে ইউরোপের বাকি লিগগুলোর থেকে অনেক এগিয়ে প্রিমিয়ার লিগ। শুধু মান নয়, আর্থিক হিসাব বিবেচনাতেও আধিপত্য প্রিমিয়ার লিগের দলগুলোর। আর ব্রিটিশদের এই ফুটবল প্রতিযোগিতার সবচেয়ে দামি দল ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন: ৮ বিলিয়ন পাউন্ড খরচ করলেই কেনা যাবে ম্যানইউ
স্পোর্টিকোর হিসেব অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের দাম ৪.৮ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ হাজার ৯১১ কোটি টাকা)। মাঠে তেমনটা ভালো করতে না পারলেও গত দুই বছরে ক্লাবটির দাম বেড়েছে ২৮ শতাংশ।
তবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আরেক ম্যানচেস্টারের ক্লাবটি এই তালিকায় জায়গা করে নিতে পারেনি সেরা দুইয়ে। দ্বিতীয় স্থানে সবচেয়ে দামি ক্লাবে পরিণত হয়েছে লিভারপুল। ইউনাইটেড থেকে ১ বিলিয়ন পাউন্ড পিছিয়ে লিভারপুলের মূল্য দাঁড়িয়েছে ৩.৮ বিলিয়নে। এর পরের স্থান ম্যানচেস্টার সিটির। ৩.৫ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৮৭২ কোটি টাকা) দামে তৃতীয় অবস্থানে রয়েছে পেপ গার্দিওলার দল।
শীর্ষ পাঁচে থাকা তালিকার বাকি দুটি ক্লাব হলো আর্সেনাল ও চেলসি। গানারদের বাজারমূল্য ২.৯ বিলিয়ন পাউন্ড এবং কিছুদিন আগে মালিকানা বদল হওয়া চেলসির দাম ২.৮ বিলিয়ন পাউন্ড।
ব্রিটিশি গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিশ্বজুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ১ বিলিয়নেরও বেশি সমর্থক রয়েছে; যা বৈশ্বিক ব্রান্ডিংয়ের ক্ষেত্রে বাকিদের চেয়ে এগিয়ে দিয়েছে রেড ডেভিলসদের। তবে গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে নিউক্যাসল ইউনাইটেডের। মালিকানার বদল হয়ে তা সৌদি আরবের কাছে যাওয়ার পর ক্লাবটির দাম বেড়েছে ৬৩ শতাংশ।
কিন্তু প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্লাবে পরিণত হলেও ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করে দিতে যাচ্ছে গ্লেজার পরিবার। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, ৬ বিলিয়ন পাউন্ড থেকে ৮ বিলিয়ন পাউন্ডের মধ্যে দাম পেলে ম্যানচেস্টার ইউনাইটেড বেচে দিতে পারে তারা। এরই মধ্যে ব্রিটেন ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কেনার ব্যাপারে। এর আগে চেলসি কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত সে চেষ্টায় সফল হতে পারেননি র্যাটক্লিফ।
এদিকে আয়ের দিক থেকে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টারের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। স্পোর্টিকো জরিপে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্লাবের তকমা পেয়েছে সিটিজেনরা। এ তালিকায় বিশ্বের শীর্ষ ২০টি ক্লাবের মধ্যে ১১টিই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব।
আরও পড়ুন: দেদারসে টাকা ঢেলে নতুন নজির চেলসির
২০২১-২২ মৌসুমে ম্যানসিটির আয় ৭৩ কোটি ১০ লাখ ইউরো। আর ৭১ কোটি ৪০ লাখ ইউরো আয়ে এ তালিকার দুইয়ে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তিনে থাকা লিভারপুলের আয় ৭০ কোটি ২০ লাখ ইউরো। অল রেডসদের থেকে ১ কোটি ৩০ লাখ ইউরো কম আয়ে তাদের পরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর শীর্ষ পাঁচে থাকা শেষ দল ফরাসির পরাশক্তি পিএসজি। ৬৫ কোটি ৪২ লাখ ইউরো আয় প্যারিসের ক্লাবটির।
]]>