বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বাম দল, কমিউনিস্ট পার্টি সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ এপ্রিল) কৃষক লীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কিছু নেতা দুঃসময়ে মানুষের পাশে কতটা সাহায্য করেছে কি না, তার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু তারা খুব ব্যস্ত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। এখানে বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে ডা. কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বামদল, কমিউনিস্ট পার্টি; সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটাবে। আমাদের অপরাধ কোথায়?
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় লক্ষ্য বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। দেশের উন্নয়ন তাদের ভালো লাগেনি বলেই কী তারা আমাদের বিরুদ্ধে নেমেছে। মানুষ এখন একটু সুযোগ-সুবিধা নিয়ে বাঁচতে পারছে, এটাই আমাদের অপরাধ।