খেলা

‘সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক’

<![CDATA[

কোন দলকেই নির্বাচন কমিশন জোর খাটিয়ে নির্বাচনে আনতে পারবে না। আর বিএনপিকে বার বার সংলাপের চিঠি দেয়া হলেও কোন সাড়া পাওয়া যায়নি। কারণ বিএনপির নির্বাচন কমিশনের ওপরই অনাস্থা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বিএনপির নির্বাচনে আসার প্রয়োজনীয়তা সরকারের তরফ থেকেও বলা হয়েছে। সরকার অনুধাবন করেন নির্বাচন অংশগ্রহণ মূলক হতে হলে বিএনপির আসা জরুরি। বিএনপি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মাঠে তাদের অংশগ্রহণের কথাও শোনা যাচ্ছে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকার আন্তরিক। আর বিএনপি ছাড়া নির্বাচন অপূর্ণ থেকে যাবে। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক নির্বাচন কমিশনের এটাই চাওয়া।

আরও পড়ুন: হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না: মোশাররফ

বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!