সমকামীদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল ডাচরা
<![CDATA[
‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে সমকামীদের সমর্থনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। দলের অধিনায়ক কোনো ম্যাচেই ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে খেলতে নামবেন না। খবর ইএসপিএনের।
সমকামীদের সমর্থনে অনেক দেশের অধিনায়কই হাতে ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে খেলতে নামেন। কিন্তু কাতারে সমকামীদের সমর্থনের বিষয়ে কোনো বৈধতা নেই। যে কারণে ফিফাও বিশ্বকাপের এই আসরে ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ নিষিদ্ধ করেছে। পাশাপাশি এটাও জানানো হয়েছিল যে, কেউ ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে খেলতে নামলে তাকে হলুদ কার্ড দেয়া হবে।
আরও পড়ুন: রাজধানীতে কোথায় বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ
তবুও বেশ কয়েকটি দেশের অধিনায়ক আইনটি অমান্য করার কথা বলেছিলেন। সেই তালিকায় ছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও। কিন্তু ডাচ অধিনায়ক এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ না পরার কথা জানিয়েছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ তাদের লক্ষ্য কোনো ঝুঁকি ব্যতিরেকে বিশ্বকাপের ম্যাচ জেতা। ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরলে অধিনায়কের ব্যাপারে নিষেধাজ্ঞা পেতে পারে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন সেরকম কিছু আর চাচ্ছে না।
এ সম্পর্কে এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘আমরা ওয়ান লাভ আর্মব্যান্ডের পক্ষে এবং চাই দ্রুত এটা পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়ুক। কিন্তু আমাদের কাছে জয় খুব গুরুত্বপূর্ণ। এ কারণে অধিনায়ক ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে খেলতে নামুক, সেটা চাই না।’
আরও পড়ুন: ‘পর্তুগাল যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর’
সমকামীদের সমর্থনে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনেরও ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’পরে খেলতে নামার কথা আছে। যদিও হলুদ কার্ড ইস্যুতে বিষয়টি পুনর্বিবেচনা করছে ইংলিশ ফুটবল ফেডারেশন।
]]>




