সময়টা স্বপ্নের মতো কাটছে: দিবালা
<![CDATA[
বিশ্বকাপ জয়ের ঘোর কাটছেই না আর্জেন্টাইনদের। নিজ নিজ শহরে ভালোবাসায় সিক্ত হচ্ছেন ফুটবলাররা। সময়টা স্বপ্নের মতো কাটছে, এমনটাই বলেছেন পাওলো দিবালা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে শট নেয়ার মুহূর্তে কতটা চাপের মধ্যে ছিলেন, গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তা নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।
গোটা আর্জেন্টিনা এখনো ভাসছে বিশ্বকাপের উচ্ছ্বাসে। নিজ নিজ শহরে পরিবার ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন ফুটবলাররা। খেলোয়াড়দের কাছে এই সময়টা যেনো স্বপ্নের মতো। ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ তো একটু বেশিই হওয়ার কথা। মেসি-মার্টিনেজ-দিবালারাও তাই উদযাপনে কোনো কমতি রাখছেন না।
আর্জেন্টিনার এই প্রজন্মের অন্যতম তারকা ফুটবলার পাওলো দিবালা। ক্লাব ক্যারিয়ার সমৃদ্ধ হলেও জাতীয় দলে খুব একটা প্লেয়িং টাইম পান না তিনি। ধারণা করা হয়, লিওনেল মেসির সঙ্গে পজিশন আর খেলার ধরনে কিছুটা মিল থাকায় সুযোগ কিছুটা কম আসে তার। বিশ্বকাপেও বেশিরভাগ ম্যাচে খেলা হয়নি দিবালার। ফাইনালেও খেলেছেন বদলি হিসেবে।
আরও পড়ুন: দলবদলের বাজারে ব্যস্ত ইউরোপের বড় ক্লাবগুলো
যদিও লুসাইলের ফাইনালে বড় একটা দায়িত্ব ছিল তার কাঁধে। শুটআউটে দ্বিতীয় শটটাই নিতে হয়েছে তাকে। চরম চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে স্কোর করেছেন তিনি। বিশ্বকাপ জয়ে রেখেছেন ভূমিকা।
টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে টাইব্রেকারে শট নেয়ার মুহূর্তের কথা বিস্তারিত জানিয়েছেন দিবালা। বলেছেন, মাঝামাঝি শট নেয়ার পরামর্শ নাকি তাকে দিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার পরামর্শ মেনেই সাফল্য পেয়েছেন। তাই এমির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাওলো।
]]>




