খেলা

সমাবেশে আসতে বিএনপিকে ‘বাধা দিচ্ছে’ আওয়ামী লীগ

<![CDATA[

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যেতে ঝালকাঠি থেকে পথে পথে আ.লীগের নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে ঝালকাঠি জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, ঝালকাঠি থেকে বরিশালের পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্যাম্প বসিয়েছে। সেখান থেকে সবধরনের গাড়ি, অটোরিকশাসহ পরিবহন থামিয়ে থামিয়ে বিএনপির কর্মী সমর্থকদের নামিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মহাসড়কে নছিমন-করিমন বন্ধের নামে বাস ধর্মঘট  হয় তখনই, যখন বিএনপির বিভাগীয় সমাবেশ ডাকা হয়।

এভাবে বিরোধী দলকে থামিয়ে রাখা যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আ.লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এমন হীন অপকায়দার আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন: চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, দুদিন আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের অবস্থান

তিনি আরও বলেন, প্রয়োজনে হেঁটে  হলেও কমপক্ষে ৩০ হাজার কর্মী সমর্থক ৫ তারিখের বরিশালের গণসমাবেশে যোগ দেবে।

আওয়ামী লীগের বাধা দেয়ার অভিযোগের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, এটা বিএনপির মনগড়া অভিযোগ। আমাদের কোনো প্রকার দলীয় কর্মসূচিও নেই, যাকে পাল্টা কর্মসূচি বলা যায়।

মিডিয়ায় খবর বানাতে বিএনপি এমন অযৌক্তিক অভিযোগ করছে বলেও উল্লেখ করেন জেলা আ.লীগের এ নেতা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!