‘সমালোচনা করে লাভ নেই, উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না’
<![CDATA[
‘আগামী প্রজন্মের জন্য রংপুর নগরীকে বসবাসযোগ্য করে গড়ে তোলা’র লক্ষ্যে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কারমাইকেল কলেজের মিলনায়তনে শিক্ষক পরিষদ আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত নগর উন্নয়ন কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন প্রত্যাশী সাফিউর রহমান সফি।
সভায় বক্তারা নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা, যানজট দূরীকরণসহ শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চিকিৎসা, শিল্পায়ন, বিনোদন ও নগরায়ন করতে তাগিদ দেন।
আরও পড়ুন: মানব উন্নয়ন সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ
মতবিনিময় সভায় বর্তমান মেয়রের সমালোচনা করে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা সাফিয়ার রহমান সফি বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে অবশ্যই নগরীর উন্নয়ন করা সম্ভব। রংপুর নগরীকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করার দায়িত্ব ছিল, কিন্তু করা হয়নি। আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য নগরী গড়তে হলে সবার সহযোগিতা নিয়ে শত বছরের পরিকল্পনা ধরে রংপুরের উন্নয়ন করতে হবে।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে একবার সুযোগ দিলে রংপুরকে সবুজ-শ্যামল বাসযোগ্য আদর্শ পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলব।’
]]>




