বিনোদন

সরকারি ১০ ব্যাংকে বড় নিয়োগ

<![CDATA[

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোতে মোট ২ হাজার ৭৭৫ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম: অফিসার (সাধারণ)।

প্রতিষ্ঠানের নাম ও পদের সংখ্যা: সোনালী ব্যাংকে ১,০৫৪ জন, জনতা ব্যাংকে ৩০২ জন, অগ্রণী ব্যাংকে ১,০০০ জন, রূপালী ব্যাংকে ১৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯ জন, কর্মসংস্থান ব্যাংকে ৪৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন।

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ৩০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।  

আবেদন ফি: ২০০ টাকা।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৬০০০-৩৮৬৪০ টাকা। তবে ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদনের সময়সীমা: আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!