সরকার পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল
<![CDATA[
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বিএনপির খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, রাস্তায় রাস্তায় বাধা, হামলা হচ্ছে। পথে পথে যেখানে দেখবে সেখানে গ্রেফতারের নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে। গতরাতে বিএনপির ১৯ জনকে গ্রেফতার করেছে।
বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। তারা বিএনপিকে সভা-সমাবেশ করেত দিতে চায় না। গণপরিবহণ বন্ধ করে দিয়েছে সরকার৷ পরিকল্পিতভাবে তারা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।
আরও পড়ুন: আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়ায় উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
ফখরুল বলেন, সরকারের অব্যবস্থাপনা, লুটপাট আর দুর্নীতির কারণে দুর্ভিক্ষের আগাম প্রতিধ্বনি শোনা যাচ্ছে। বিএনপির শঙ্কাই প্রমানিত হচ্ছে, সরকারও সেই দুর্ভিক্ষের পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে বিএনপির।
এদিকে গত বুধবার খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ আদালতের সিদ্ধান্ত অমান্য করে সড়ক ও মহাসড়কে অবৈধভাবে নসিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক ও বিআরটিসির গাড়ি চলাচল করছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে প্রশাসন যদি সড়কে ওই অবৈধ যান চলাচল ও কাউন্টার বন্ধ না করে, তাহলে পরবর্তী দুই দিন ২১ ও ২২ অক্টোবর মালিক সমিতির সব রুটের গাড়ি বন্ধ থাকবে।
]]>




