বিনোদন

সরকার হটাতে জনমত তৈরির তাগিদ বুলুর

<![CDATA[

সরকার হটাতে জনমত তৈরি করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে নামার তাগিদ দিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের মনিরা ভবনের হলরুমে অনুষ্ঠিত কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সফলে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ তাগিদ দেন।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজনে করে জেলা বিএনপি।

বুলু বলেন, ‘দেশের মানুষ জেগে উঠেছে। ভোটাধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। ভোট চুরি করে পুনরায় ক্ষমতায় থাকার খায়েশ শেখ হাসিনার পূরণ হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। সরকার যতই বাধা দিক না কেন, জনতার আন্দোলন থামানো যাবে না। কুমিল্লায় ওই দিন স্মরণকালের বৃহৎ গণসমাবেশ হবে। এই সমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আর ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে সরকারকে নতুন বার্তা দেয়া হবে।’

তিনি বলেন, ‘দেশব্যাপী সরকারের দুর্নীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের মাঝে এখন নাভিশ্বাস। এ থেকে তারা মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয়, লাখো জনতার ঢল নামছে।’

আরও পড়ুন: বিআরটিসি বাসে আ.লীগের ব্যানার লজ্জাজনক: আমীর খসরু

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে, বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া; তার সঙ্গে আপস করা। এ ছাড়া শেখ হাসিনার বাঁচার কোনো উপায় নেই।’

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম ও বিএনপি নেতা মুনীর চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ, রাশেদা বেগম হীরা, এমএ হান্নান প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!