Feni (ফেনী)ফেনী সদরসর্বশেষ

সহদেবপুরে বিজয়া দশমীতে সম্প্রীতি সমাবেশ

শহর প্রতিনিধি :

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসব সুন্দর ও নিরাপদে উদযাপন হয়েছে। তারই ধারাবাহিকতায় নিজাম উদ্দিন হাজারী এমপিও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকেন। আমরা জনপ্রতিনিধিরাও তার নির্দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম। তার নেতৃত্বে ফেনী জেলার প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিরাপদে আছি। সহদেবপুর এলাকার মন্দির-রাস্তাঘাট ও গ্যাস সমস্যা অচিরেই সমাধান করবো।”

বুধবার রাতে শহরের সহদেবপুর এলাকায় দক্ষিণ সহদেবপুর কালি মন্দির কমপ্লেক্সের উদ্যোগে বিজয়া দশমী উপলক্ষ্যে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র বৈষ্ণব।

কালি মন্দির কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটির সভাপতি শিব নারায়ন শর্মার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাষ্টার অর্জুন কুমার নাথের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কালি মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক রিপন সাহা।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন মিয়াজী আরো বলেন, “২০২৩ সালে আগামী জাতীয় নির্বাচন। ফেনী জেলার উন্নয়নকে অব্যাহত ও হিন্দু সম্প্রদায়কে নিরাপদ রাখার লক্ষ্যে নিজাম উদ্দিন হাজারীর বিকল্প নেই। একসময় এই অশান্ত নগরে হিন্দু মা-বোনরা ঘর থেকে বের হতে পারতো না। এখন সেই পরিবেশ নেই। ফেনীর মানুষকে নিজাম উদ্দিন হাজারী শান্তি ও স্বস্তি দিয়েছেন।” হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ আগামী নির্বাচনেও নিজাম উদ্দিন হাজারীর পাশে থাকার আহবান জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!