Feni (ফেনী)দাগনভূঞাঁফেনী
সাংবাদিক এমাম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ভর্তি, দোয়া প্রার্থী
দাগনভূঞা প্রতিনিধি->>
দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, আজকের পত্রিকা প্রতিনিধি, অনলাইন প্রথম ফেনী’র সম্পাদক এমাম হোসেন এমাম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
এর আগে কত শুক্রবার তিনি জ্বরে আক্রান্ত হন পরবর্তীতে রোববার স্থানীয় একটি ক্লিনিকে ডেঙ্গু টেস্ট করলে তার শনাক্ত হয়।
তিনি অভিযোগ করেন, তার বাসার নিচে অর্থাৎ গোজারিয়া রোড এলাকায় ড্রেনের কাজ চলছে কিন্তু সেখানে ড্রেনের ঢাকনা না দিয়ে প্রত্যেকটি বাসা বাড়ির সেফটি ট্যাংকির পানি ছেড়ে দেওয়া হয়। যে কারণে ওই রোডে প্রচুর পরিমাণে মশার উৎপাত। তিনি ধারণা করছেন এখান থেকে তার ডেঙ্গুতে আক্রান্ত হন।