সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে ফেনীতে মানববন্ধন-প্রতিবাদ সভা
শহর প্রতিনিধি-
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবিতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরের সামনে ফেনী প্রেসক্লাবের আয়োজনে আয়োজিত মানববন্ধনে সভাপতি করেন ক্লাব সভাপতি শওকত মাহমুদ।
সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনীর প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রথম আলো’র ফেনী প্রতিনিধি আবু তাহের, সময় টিভির ব্যুরো প্রধান বখতেয়ার মুন্না, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, কালেরকণ্ঠ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক মানবজমিন ও বিডি নিউজ টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলাদেশ প্রতিদিন’র ফেনী প্রতিনিধি জমির বেগ, এসএ টিভির প্রতিনিধি মাঈনুল রাসেল, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, দৈনিক আমাদের নতুন সময় ফেনী প্রতিনিধি এমরান পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ নির্বাহী সম্পাদক এম মোর্শেদ শিবলী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাবিহ মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, নাট্যব্যক্তিত্ব কাজী ইকবাল আহমেদ পরাণ, লেখ ফোরাম ফেনীর সভাপতি নুরুল আমি হৃদয়, বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভূঁইয়া, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, আবৃত্তিশিল্পী মনিকা রায় প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান। সাংবাদিকের ওপর নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবী করেন। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামে নি:শর্ত মুক্তিরও দাবি করেন সাংবাদিকরা। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবিও জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখা, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনী জেলা শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা ও প্রথম আলো ফেনী বন্ধুসভা, কালেরকণ্ঠ শুভসংঘ, সুশীল সমাজের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।