সাকিব আবারও সেরার আসনে
<![CDATA[
টি-টোয়েন্টির ইতিহাসে ১২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির স্থানটি দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পিছিয়ে ছিলেন ২ উইকেটে। বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের উইকেট নিয়ে সাউদিকে ধরেছেন বাংলাদেশ ক্যাপ্টেন।
সাউদির মতো সাকিবের উইকেট সংখ্যা এখন ১২৭। ১২৭ উইকেট নিতে তার লেগেছে ১০৮ ম্যাচ। সাউদি এখন পর্যন্ত খেলেছেন ১০৩টি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টির ইতিহাসে একশর বেশি উইকেট নিয়েছেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও ইশ সোধি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ ১২১টি, মালিঙ্গা ১০৭টি ও সোধি ১০৭টি উইকেট শিকার করেছেন। অবশ্য একশর মাইলফলকে সবার আগে পৌঁছেন লঙ্কান পেসার।
আরও পড়ুন: বৃষ্টির পর শুরু খেলা
টি-টোয়েন্টিতে একশর বেশি উইকেট শিকারিদের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি রশিদ খানের। এরপরই সাকিবের স্থান। রশিদের ইকোনমি ৬.২৪ ও সাকিবের ৬.৮১। মালিঙ্গার ইকোনমি ৭.৪২, সোধির ইকোনমি ৮.০৬ ও সাউদির ইকোনমি ৮.১৭।
এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট শিকারের হিসাবে সাকিবের ধারেকাছে কেউ নেই। সবচেয়ে বেশি উইকেট নিয়ে পেয়ে সবার ওপরে সাকিব। ৩৫ ম্যাচে মিস্টার সেভেন্টি ফাইভের উইকেট সংখ্যা ৪৬।
আরও পড়ুন: কোহলিকে কী বোঝাচ্ছেন সাকিব
রবিচন্দ্রন অশ্বিন তালিকায় থাকলেও তার সঙ্গে সাকিবের দূরত্ব অনেক বেশি। অশ্বিনের উইকেট মাত্র ২৯টি। ইনিংসে ৪ বা তার বেশি উইকেট নেয়ার তালিকায় যৌথভাবে প্রথম স্থানে আছেন সাকিব। এ আসরে আর একবার পেয়ে গেলেই সাঈদ আজমলকে টপকে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন তিনি।
]]>




