সাক্ষাৎকার নিতে মরগানকে প্ররোচিত করেন রোনালদো!
<![CDATA[
সময়টা ভালো যাচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। বাজে ফর্ম তার সঙ্গে কোচ এরিক টেন হ্যাগের সঙ্গেও বনিবনা হচ্ছিল না। বিশ্বসেরা ফুটবলার দলে জায়গা পাচ্ছিলেন না নিয়মিত। অবহেলা আর উপেক্ষার পর নিজেকে আর সামলাতে পারলেন না। ক্লাব ফুটবলের বিরতিতে খেলোয়াড়রা যখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়ে ফুটবল দুনিয়ায় তখন হইচই ফেলে দিলেন পর্তুগিজ তারকা।
নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, কোচ ও টিম ম্যানেজমেন্ট নিয়ে রোনালদোর একের পর গোলা বিদ্ধ করেছে ওল্ড ট্র্যাফোর্ড সমর্থক থেকে শুরু করে ক্লাব সতীর্থদেরও। সমর্থকদের কেউ কেউ বলছেন, অপ্রত্যাশিত এ সাক্ষাৎকার দিয়ে ক্লাবকে সার্কাসে পরিণত করেছেন রন। অন্যদিকে, ইউনাইটেড কর্তৃপক্ষ এমন ইন্টারভিউয়ের জন্য জরিমানা করতে পারে, এমন কথাও কান পাতলে শোনা যায়।
ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় প্রত্যাবর্তনে শুরুটা স্বপ্নের মতোই ছিল। তবে দ্বিতীয় মৌসুমেই নিজের ক্যারিয়ারের খারাপ সময়টা দেখলেন। একের পর এক ম্যাচে ব্যর্থ। টানা ব্যর্থতায় দলেও জায়গা হচ্ছিল না। তার সঙ্গে যোগ হয় ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের মতাদর্শের সঙ্গে অমিল। চারদিক থেকে যেন ঘিরে ধরেছিল রোনালদোকে। আর সেটিরই বহিঃপ্রকাশ দেখা গেল তার সাক্ষাৎকারে। যদিও খোদ তার সতীর্থদের দাবি, ইউনাইটেড ডেরায় যথেষ্ট সম্মান পেয়েছেন রন।
আরও পড়ুন: ঈর্ষা থেকে রোনালদোকে নিয়ে বাজে মন্তব্য করেন রুনি!
এদিকে, টকটিভিকে দেয়া আলোচিত সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানের দিকেও কেউ কেউ আঙুল তুলছেন। যদিও মরগান সাফ সাফ জানিয়ে দিয়েছেন, সাক্ষাৎকারের সিদ্ধান্তটি রোনালদোর ছিল। ক্লাবে সে হতাশ হয়ে পড়ছিল।
আরও পড়ুন: সাক্ষাৎকার দিয়ে বিপাকে রোনালদো, গুনতে হবে বড় জরিমানা!
তিনি বলেন, ক্রিস্টিয়ানো (রোনালদো) আমাকে এটা করতে বলেছে। আমি তাকে অনুরোধ করিনি, সে-ই আমাকে বলেছে। এ ব্যাপারে সে দীর্ঘসময় ভেবেছে। আমি মনে করি এটি কোনো গোপন বিষয় নয় যে, তিনি গত এক বছরে ইউনাইটেডে যা ঘটছে তা নিয়ে গভীর হতাশা অনুভব করছিলেন। তিনি অনুভব করেছিলেন যে কথা বলার সময় এসেছে।
আরও পড়ুন: ম্যানইউকে সার্কাস বানিয়ে ছেড়েছে রোনালদো
পিয়ার্স মরগান আরও বলেন, রোনালদো নিজেও জানতো এটা প্রচারিত হওয়ার পর উত্তাপ ছড়াবে। কাউকে কাউকে হয়তো ঝাঁকুনি দেবে। কিন্তু সে মনে করে যে এটা করা উচিত। সে জানে মানুষ তার সমালোচনা করবে, কিন্তু সে এটাও জানে যে সে যা বলছে তা সত্য। মাঝে মাঝে সত্য কষ্ট দেয়।
]]>