সাজাপ্রাপ্ত নারী আসামি ইয়াবাসহ মোংলায় গ্রেফতার
<![CDATA[
মোংলা থানা পুলিশ ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বাগেরহাট থানাহাজতে পাঠিয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো রইচ উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কলেজসংলগ্ন ভাসানী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পৌর শহরের কলেজ রোড এলাকায় এক নারী ইয়াবা ব্যবসায়ী একটি চালান নিয়ে মোংলা শহরে প্রবেশ করেছে; এমন সংবাদের সূত্র ধরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কলেজসংলগ্ন ভাসানী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: ইমো হ্যাকার চক্রের ৭ সদস্য গ্রেফতার
গ্রেফতার খালেদা আক্তার লাকী ওরফে রোজিনা (৪৫) টেকনাফের ফুলের ডেইল গ্রামের মৃত মোহাম্মদ হোসেনে মেয়ে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রোজিনা এক বছরের সাজা মাথায় নিয়ে টেকনাফ থানার ওয়ারেন্টভুক্ত আসামি এবং পেশায় মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন মোংলা শহরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শহরের ভাসানী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
]]>




