সাজেদা চৌধুরীর আত্মার শান্তি কামনায় ফ্রান্সে দোয়া-মিলাদ মাহফিল
<![CDATA[
সদ্য প্রয়াত কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে প্যারিসের বাংলাদেশ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাদ জুমা এ দোয়ার আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
বক্তারা বলেন, সাজেদা চৌধুরী ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। দক্ষ রাজনীতিবিদ হিসেবে সংগঠনকে সুসংগঠিত করেছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে ছিলেন সাজেদা চৌধুরী। তিনি জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।
আরও পড়ুন: চিরঘুমে সৈয়দা সাজেদা চৌধুরী
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দুর্গকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগকে গতিশীল করেছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি নিজের কথা না ভেবে সব ত্যাগ স্বীকার করে বঙ্গবন্ধুর মতোই দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
এতে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ ফয়সল ইকবাল, আবু মুর্শেদ পাটোয়ারী, সুব্রত ভট্টাচার্য শুভ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, যুব নেতা আজমল হোসেন প্রমুখ।
উপস্থিত সবাই সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
]]>