বাংলাদেশ

সাড়া ফেলেছে ‘ব্ল্যাক ওয়ার’-এর টিজার

<![CDATA[

দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা। তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম! জীবন-মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন এডিসি নাবিদ। রহস্য ভেদ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করে দেশকে রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য। এমনই এক টানটান উত্তেজনায় ভরপুর গল্পের আভাস নিয়ে এলো ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’-এর টিজার।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে বুধবার (৭ ডিসেম্বর)। ধুন্ধুমার অ্যাকশন ও সাসপেন্সে ভরা ১ মিনিট ৩ সেকেন্ডের ঝলকটি বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। টিজারে দেখা গেছে, এডিসি নাবিদ চরিত্রের আরিফিন শুভর সুঠাম দেহ। সিনেমাটির শুটিংয়ের আগে প্রায় নয় মাস পরিশ্রমে বডি ট্রান্সফরমেশন করে নিজের এমন আকর্ষণীয় লুক এনেছিলেন এই অভিনেতা। তাই শুভকে এমন লুকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেছেন সানী সানোয়ার। টিজারের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকের টিজার পছন্দ হয়েছে, এটা টিমকে বুস্টআপ করবে। তবে মূল সিনেমাটি পছন্দ হলে তবেই আমাদের পূর্ণ তৃপ্তি আসবে। আমরা প্রত্যাশার মাত্রা বাড়ানোর পক্ষে নই। কারণ, সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে আমরা সিনেমা বানাই। আমরা আশা করি ভুল-ত্রুটি ক্ষমা করে দর্শক আমাদের অনুপ্রেরণা হয়ে সঙ্গে থাকবেন।’

আরও পড়ুন: এবার কলকাতায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রসঙ্গে ফয়সাল আহমেদ বলেন, ‘টিজার প্রকাশ করে আমরা দর্শককে সিনেমাটির কিছুটা স্বাদ দেয়ার চেষ্টা করেছি। খুব শিগগিরই অফিশিয়াল ট্রেলার নিয়েও আমরা হাজির হতে যাচ্ছি।’

আরিফিন শুভ বলেন, দীর্ঘ অপেক্ষার পর আসছে ‘ব্ল্যাক ওয়ার’। তার ভাষায়: ‘টিজার প্রকাশ পেল, ভালো নাকি খারাপ হয়েছে, দর্শক তা বিচার করবেন। নতুন বছরের প্রথম সপ্তাহে সবার জন্য সিনেমাটি আমাদের উপহার।’ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। টিজার আসার পর সবাই প্রশংসা করছে, এবার পুরো সিনেমা দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’

আরও পড়ুন: পারিশ্রমিক নিয়ে কথা বললেন শরীফুল রাজ

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!