সাড়ে ১০ ঘণ্টা পর গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
<![CDATA[
গাজীপুরের শ্রীপুরের টেক্সটাইল কারখানার তুলার গুদামে লাগা আগুন সাড়ে ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর সোয়া ১২টায় কেওয়া নতুন বাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় জয়দেবপুরের দুটি, ভালুকার একটি ও কাপাসিয়া থেকে আরও একটিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন
তিনি আরও জানান, কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল, তবে পানির সরবরাহ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তাই পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। গুদামে তুলা ও সুতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকায় ছড়িয়ে পড়েনি। গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আজমল হোসেন বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। গুদামে বিপুল পরিমাণে তুলা ও উৎপাদিত সুতা মজুত ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
]]>