সাতক্ষীরায় ২ ইউপি চেয়ারম্যান আটক
<![CDATA[
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে জনসমাগম, মিছিল-মিটিং ও নাশকতার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: ধানদিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও ইসলামকাটি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।
ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে তার পরিষদ থেকে দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল আটক করে। অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুককে তার পরিষদ থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে।
আরও পড়ুন: ট্রিপল মার্ডার /সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন স্থানে মিছিল-মিটিংসহ নাশকতার পরিকল্পনা করে আসছিল ওই দুই ইউপি চেয়ারম্যান। সে জন্য তাদের আটক করা হয়েছে।
]]>