সাতপাকে বাঁধা পড়লেন পলক-মিঠুন
<![CDATA[
বলিউডের সুরেলা জুটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন। বাঁধা পড়লেন সাতপাকের বাঁধনে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভক্তদের উদ্দেশে নিজেরাই শেয়ার করেছেন এই নতুন তারকা দম্পতি।
তাদের বিয়ের অনুষ্ঠানের অংশ হিসেবে হলুদ, মেহেদি ও সংগীতের অনুষ্ঠান শুরু হয় ৪ তারিখ থেকে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, পলক ও মিঠুনের বিয়ের তারিখ ছিল ৬ নভেম্বর।
নির্দিষ্ট তারিখ আর লগ্নেই বাঁধা পড়েন এই প্রেমিক যুগল। তাদের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব ছাড়াও বলিউডের তারকারাও অংশগ্রহণ করেন।
বিয়ের দিন লাল লেহেঙ্গা ও ম্যাচিং শেরওয়ানিতে সেজেছিলেন নবদম্পতি। উল্লেখ্য, ‘আশিকী টু’ গানের সুরকার ছিলেন মিঠুন। ওই ছবিতে ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’-র টাইটেলের গান দুটি সুর করেন সুরকার মিঠুন। তার সুরেই কন্ঠ দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক।
আরও পড়ুন: হারানো অতীত ভুলে গেছেন দিশা!
আগে থেকে চেনা জানা থাকলেও এই ছবিতে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্ক গভীরতা পায় তাদের সম্পর্ক।
আর সে সম্পর্কের পরিণাম দিতেই সোমবার (৬ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন বলিউডের নতুন তারকা জুটি। এ সময় হাতে হাত রেখেই নতুন জীবনের অঙ্গীকার করেছেন তারা।
সূত্র: সংবাদ প্রতিদিন
]]>