সাধ্বী-চিত্তরূপা-সর্ববিদ্যা-বহুলপ্রেমা!
<![CDATA[
বিশেষ অর্থ প্রকাশ করা দেবী দুর্গার একেকটি নাম যেন অতুলনীয়। আদ্যাশক্তি মহামায়ার একেকটি কার্যসিদ্ধি অনুসারে তাকে ধরাকুলের মানব-মানবী একেক নামে ডেকে থাকে।
তাই কখনো তিনি দুর্গতিনাশিনী, আবার কখনো সংকট নাশিনী। কখনো তিনি শুম্ভ নিশুম্ব সংহারিণী, মহিষাসুর মর্দীনি। ধরাধামে এমনই শতনাম রয়েছে দেবী দুর্গার।
সর্বমোট ১০৮টি নাম রয়েছে তাঁর। দুর্গার এই অষ্টোত্তর শতনামগুলো হলো: ( ১ ) সতী, ( ২ ) সাধ্বী, ( ৩ ) চন্দ্রঘণ্টা, (৪) ভবানী, (৫) ভবমােচনী, (৬) আৰ্য্যা, (৭) দুর্গা, (৮) জয়া, (৯) আদ্যা, (১০) ত্রিনেত্রা, (১১) শূলধারিণী, (১২) মহাতপা, (১৩) চিত্রা, (১৪ ) চন্দ্রঘণ্টা, (১৫) পিনাক ধারিণী, (১৬) মনঃ, (১৭) বুদ্ধি, (১৮) অহংকারা, (১৯) চিত্তরূপা, (২০) চিতা, (২১) চিতি, (২২) সর্বমন্ত্রময়ী, (২৩) নিত্যা, (২৪ ) সত্যানন্দস্বরূপিণী, (২৫) অনন্তা, (২৬) ভাবিনী, (২৭) ভব্যা, (২৮) ভব্যা, (২৯) অভব্যা, (৩০) সদাগতি, (৩১) শাম্ভবী, (৩২) দেবমাতা, (৩৩) চিন্তা, (৩৪) রত্নপ্রিয়া, (৩৫) সর্ববিদ্যা, (৩৬) দক্ষকন্যা, (৩৭) দক্ষযজ্ঞবিনাশিনী, (৩৮) অপর্ণা, (৩৯) অনেকবর্ণা, (৪০) পাটলা।
আরও পড়ুন: চিনির তৈরি নারিকেলের সাদা নাড়ু
(৪১) পাটলাবতী, (৪২) পট্টাম্বরপরিধানা, (৪৩) কলমঞ্জীররঞ্জিনী, (88) অমেয়বিক্রমা, (৪৫) ক্রুরা, (৪৬) সুন্দরী, (৪৭) সুরসুন্দরী, (৪৮) বনদুর্গা, (৪৯) মাতঙ্গী, (৫০) মতঙ্গমুনিপূজিতা, (৫১) ব্রাহ্মী, (৫২) মাহেশ্বরী, (৫৩) ঐন্দ্রী, (৫৪) কৌমারী, (৫৫) বৈষ্ণবী, (৫৬) চামুণ্ডা, (৫৭) বারাহী, (৫৮) লক্ষ্মী, (৫৯) পুরুষাকৃতি, (৬০) বিমলা, (৬১) উৎকর্ষিণী, (৬২) জ্ঞানা, (৬৩) ক্রিয়া, (৬৪) সত্যা, (৬৫) বুদ্ধিদা, (৬৬) বহুলা, (৬৭) বহুলপ্রেমা, (৬৮) সর্ববাহনবাহনা, (৬৯) নিশুম্ভনিশুম্ভহননী, (৭০) মহিষাসুরমর্দিনী, (৭১) মধুকৈটভহন্ত্রী, (৭২) চণ্ডমুণ্ডবিনাশিনী, (৭৩) সর্বাসুরবিনাশা, (৭৪) সর্বদানবঘাতিনী, (৭৫) সর্বশাস্ত্রময়ী, (৭৬) সত্যা, (৭৭) সর্বাস্ত্রধারিণী, (৭৮) অনেকশস্ত্রহস্তা, (৭৯) অনেকাস্ত্রধারিণী, (৮০) কুমারী।
(৮১) কন্যা , (৮২) কৈশােরী, (৮৩) যুবতি, (৮৪) যতি, (৮৫) অপ্রৌঢ়া, (৮৬) প্রৌঢ়া, (৮৭) বৃদ্ধমাতা, (৮৮) বলপ্রদা, (৮৯) মহােদরী, (৯০) মুক্তকেশী, (১১) ঘােররূপা, (৯২) মহাবলা, (৯৩) অগ্নিজ্বালা, (১৪) রৌদ্রমুখী, (৯৫) কালরাত্রি, (৯৬) তপস্বিনী, (৯৭) নারায়ণী, (৯৮) ভদ্রকালী, (৯৯) বিষ্ণুমায়া, (১০০) জলােদরী, (১০১) শিবদূতী, (১০২) করালী, (১০৩) অনন্তা, (১০৪) পরমেশ্বরী, (১০৫) কাত্যায়নী, (১০৬) সাবিত্রী, (১০৭ ) প্রত্যক্ষা এবং (১০৮) ব্রহ্মবাদিনী।
অনেকেই কন্যাসন্তানের নাম দেবী দুর্গার নামানুসারে রাখেন। মনে করা হয়, দেবীর নামানুসারে কোনো মেয়ের নাম রাখা হলে তার জীবনও দেবী দুর্গার মতো হয়ে উঠবে মঙ্গলজনক।
এর বাইরেও আরও অনেক নাম দেবী দুর্গার শোনা যায়। বাংলায় প্রচলিত পাঁচালি ও ছড়া গানে এসব নাম প্রচলিত রয়েছে। যে নামগুলো অনেক কন্যাসন্তানেরই রাখা হয়। যেমন:
১. অনিকা : দেবী দুর্গার এই নামে মায়ের অনুগ্রহ, প্রতিভা ও সৌন্দর্য প্রকাশ পায়।
২. ভবানি : এই নামে দেবী দুর্গা ভব বা ভগবান শিবের ঘরনি।
৩. চিতি : এই নামের অর্থ ঈশ্বরের উপহার।
৪. এশা : দেবীর পবিত্রতাকে এই নামে বর্ণনা করা হয়।
৫. জয়া : এর অর্থ হলো বিজয়। এটি দেবীর দুর্গা রূপের ওপর নাম।
৬. কলাবতি : এই নামে দেবীর শিল্পসত্ত্বা প্রকাশিত।
৭. গৌরি : দেবী পার্বতীর ওপর নাম গৌরী
৮. গায়েত্রী : এটিও দেবী পার্বতীর একটি নাম। ভারতে সকল বেদের মাতা এবং পরিত্রাণের স্তোত্রপাঠ হিসেবে এই নামটি বেশ পরিচিত।
আরও পড়ুন: যে মন্দির থেকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে দুর্গাপূজা
৯. কৌশিকী : দেবী দুর্গার ওপর একটি নাম। এর অর্থ যিনি রেশমে আবৃতা।
১০. নিরাঞ্জনা : দেবী দুর্গার এই নামের আক্ষরিক অর্থ নদী বা পূর্ণিমার চাঁদ।
১১. নিত্যা : এর অর্থ যিনি অমর।
১২. রত্নপ্রিয়া : যিনি সবসময় অলংকার দ্বারা সুসজ্জিতা।
১৩. রিমা : দেবী দুর্গার শক্তি অবতারের ওপর নাম। যার ওপর অর্থ সাদা হরিণবিশেষ।
১৪. তন্বী : দেবী দুর্গার এই নামের অর্থ সুন্দর।
১৫. উমা : পৃথিবীবাসীর ঘরের কন্যারূপে দেবীর এই নাম। এই নামের মূল অর্থ শাশ্বত জ্ঞান, মহিমান্বিত, খ্যাতি ও শান্তি।
]]>




