সানির লিওনের প্রতারণা মামলা: যা বললেন কেরালা হাইকোর্ট
<![CDATA[
কেরালার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করেন। তাদের অভিযোগ, একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পারিশ্রমিক নিলেও শেষ পর্যন্ত সেখানে হাজির হননি তিনি।
বুধবার (১৬ অক্টোবর) সেই মামলার স্থগিতাদেশ দেন কেরালার হাইকোর্ট। দুই মাস আগে করা সেই মামলার বিষয়ে আদালত জানান, পরবর্তী শুনানি পর্যন্ত সানির বিরুদ্ধে কোনো রকম কঠিন পদক্ষেপ নেয়া যাবে না।
এদিকে সানির দাবি, তিনি নির্দোষ। পারিশ্রমিক নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। কিন্তু এই মামলার কারণে তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তাই পাল্টা মামলা করেছেন সানি লিওন। আদালতের কাছে অভিনেত্রী সানি আবেদন করেন, সংশ্লিষ্ট মামলার অভিযোগকারীদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এ ঘটনার পর তার ভাবমূর্তি নষ্ট হয়েছে।
আরও পড়ুন: রুপালি পর্দা কাঁপাতে আসছে সাইফপুত্র ইব্রাহিম!
এ বিষয়ে সানির উকিল জানান, গত জুলাইয়ে এ ঘটনায় দেওয়ানি মামলা হয়েছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত এ মামলা খারিজ করে দেন। আদালত জানান, অভিযোগের উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। তাই মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
এদিকে হাইকোর্টের বিচারপতি জিয়াদ রহমান বলেন, সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৩৪ ধারায় মামলা করা হয়েছিল। তবে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সানির বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে হবে।
সূত্র: সংবাদ প্রতিদিন
]]>




