সাপের কামড়ে শাশুড়ি-নববধূর মৃত্যু
<![CDATA[
কুষ্টিয়ার খোকসায় সাপের ছোবলে নববধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ইউনিয়নের মামুদানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- একই এলাকার আব্দুস ছাত্তারে স্ত্রী জয়নব বেগম (৪৮) ও তার পুত্রবধূ কামরুন্নাহার (১৭)। মাত্র ৬ মাস আগে কামরুন্নাহারের বিয়ে হয়।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু জানান, সোমবার রাত ২টার পর নববধূ কামরুন্নাহার তার স্বামী হাবিবুল বাহারকে জানান তার কমরে কিসে যেন কামড় দিয়েছে। এ সময় পাশের ঘর থেকে তার শাশুড়ি জয়নব বেগমও স্বামী আব্দুস ছাত্তারকে জানান তার হাতে কিসে যেন কামড় দিল।
আরও পড়ুন: বাসর রাতে নিরুদ্দেশ নববধূ, বউ ফিরে পেতে স্বামীর জিডি
রাতেই গ্রামের ওঝাদের তাদের চিকিৎসা করানো হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ভর্তি করে চিকিৎসাও দেয়া হয়। পরে নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর আগে নববধূ ও পরে তার শাশুড়ির মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের গুরুতর অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের সাপে কেটেছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
]]>