সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা
<![CDATA[
মাদারীপুর সদরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুল সর্দার উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে নির্যাতিতার বাবা বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, জীবিকার তাগিদে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে চলে যান। ঘরে একা থাকে প্রতিবন্ধী ওই কিশোরী। এ সুযোগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘরে প্রবেশ করে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল সরদার। পরে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত।
আরও পড়ুন: সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
প্রতিবন্ধীর মা-বাবা বাড়িতে এসে বিষয়টি বুঝতে পেরে রাতে ভুক্তভোগী কিশোরীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে মেয়ের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় অভিযুক্ত বাবুল সরদারকে একমাত্র আসামি করে মামলা করেন।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নির্যাতিত মেয়েটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
]]>




