সাবেক স্ত্রীর স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত
<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরবে সন্তানদের খোঁজ নিতে সাবেক স্ত্রীকে ফোন করেন রবিন নামের এক যুবক। এ নিয়ে স্ত্রীর বর্তমান স্বামী জাবেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে জাবেদের ছুরিকাঘাতে খুন হয় ওই যুবক। এ ঘটনায় অভিযুক্ত জাবেদকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ৯ টার দিকে ভৈরব শহরের নিউটাউন এলাকা এ ঘটনা ঘটে। নিহত রবিন নিউটাউন এলাকার মুসলিম মিয়ার ছেলে।
জানা যায়, পরকীয়ার অভিযোগে এক বছর আগে ছাড়াছাড়ি হয় ঝুমুর আক্তারের। এর কিছুদিন পরই ঝুমুর তার দুই সন্তান নিয়ে বিয়ে করেন পরকীয়া প্রেমিক জাবেদকে। এ নিয়ে রবিন ও জাবেদের মধ্যে শত্রুতার শুরু হয়। সন্তানের খোঁজ নিতে মাঝে মাঝে ঝুমুরকে ফোন করতো রবিন।
আরও পড়ুন: পরকীয়ার অভিযোগে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৯
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সন্তানদের খোঁজ নিতে ফোন করার পরই দেখা দেয় বিপত্তি। বিষয়টি ভালোভাবে নেয়নি জাবেদ। এ নিয়ে জাবেদ ও রবিনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে জাবেদ ও তার ভাগ্নে সৌরভ মিলে রবিনকে মারাত্মকভাবে ছুরিকাহত করে। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর জাবেদকে আটক করা হলেও পালিয়ে যায় ঝুমুর ও সৌরভ।
রবিনের বাবা মুসলিম মিয়া বলেন, ‘স্ত্রীকে ফোন করার কারণে আমি আমার ছেলেকে পিটিয়েছি তাদের সামনেই। তারপরও তারা আমার ছেলেকে ছুরি মেরে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত জাবেদকে আটক করেছে। মরদেহ এখনও ঢাকায়। নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>




