সাভারে তরুণ উদ্যোক্তাদের সম্মাননা
<![CDATA[
ঢাকার সাভারে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলার তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোকে সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলা পরিষদে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুঞ্জুরুল আলম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণ উদ্যোক্তাদের ভুমিকা অনেক। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তার কারণ আমাদের দেশে ৬০ ভাগ মানুষ যুবক, এই যুবকরা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে দেশে যুবকের সংখ্যা যতো বেশি সে দেশ বেশি উন্নত।
তিনি বলেন, শুধু উদ্যোগ নিলে হবে না, সেই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সততার সাথে পরিশ্রম করে যেতে হবে। এজন্য যুব সমাজকে দক্ষ ও বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে।
আরও পড়ুন: গাড়ি ভাঙার কারিগররা গাড়ি বানাবেন কবে?
বিশেষ অতিথির বক্তেব্যে মুঞ্জুরুল আলম রাজিব তরুণ উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সততার মাধ্যমে নিজের উদ্যোগের প্রতি যত্নশীল হতে হব, তবেই নিজে সফল হবে দেশ সমৃদ্ধ হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম যুবকদের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান।
এদিকে, ই-কমার্স ক্যাটাগরিতে উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন গ্রামের বাড়ির পণ্য এর চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম দিপু, হস্ত ও কুটিরশিল্প ক্যাটাগরিতে বাধন, আইসিটিতে লেবুউজ্জামান, পোশাক তৈরিতে সানোয়ারা ইসলামসহ আরও অনেকে।
সফল উদ্যোক্তা সংগঠনগুলো হচ্ছে- পল্লী ও পরিবেশ উন্নয়ন সংস্থা, ইসলামিক শিক্ষা সাহিত্যিক সংস্থা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
]]>