সাভারে যুবলীগ নেতাসহ ৩ জনকে পিটিয়ে জখম
<![CDATA[
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় এক যুবলীগ নেতাসহ তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার গাজিরচট চারালপাড়া এলাকার সোহাগ মুন্সীর ইলেকট্রনিক্স দোকানে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল তফাদার, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহাগ মুন্সির বাবা হরমুজ মুন্সী ও চা দোকানি হারুন মুন্সী।
আহত চা দোকানী হারুন মুন্সী বলেন, রাতে চারালপাড়াসহ আশপাশের সব দোকানে লোকজন আমাদের এখানে আর্জেন্টিনার ফুটবল ফাইনাল খেলা দেখছিলেন। হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সোহাগের শোরুম ও আমার দোকানসহ ৪-৫টি দোকানে ভাঙচুর চালান। আলী, কাদের, রাব্বিসহ সেখানে ২০-২৫ জন ছিলেন। এ সময় আমাকে ও শোরুমে থাকা দুজনকে মারধর করে লুটপাট করে পালিয়ে যান সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করলে একজনকে উন্নত চিকিৎসার ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, রাতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত ইলেকট্রনিক্স শোরুমের মালিক সোহাগ মুন্সীর বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেছিলেন আলী নামে এক ব্যক্তি। এর জের ধরেই দোকানপাটে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এখনও আহতদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>




