খেলা

সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

<![CDATA[

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন মানে আগুন-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়েকদিন আগে রাতের আঁধারে ঢাকা-সিলেট সড়কের কাচপুরে ভিত্তিপ্রস্তর পুড়িয়ে দেওয়া হয়েছিল। মতিঝিলে বিআরটিসির দোতলা বাস পুড়িয়ে দিয়েছিল তারা, এমনিতে তাদের আগুন সন্ত্রাস বলি না।

ওবায়দুল কাদের বলেন, তারা জানান দিচ্ছে আন্দোলনে সহিংসতা যুক্ত করবে। আজ দেশের মানুষ আতঙ্কগ্রস্ত, আমরা ক্ষমতায় আছি, আমরা অশান্তি চাই না। তারা চেতনায় বা হৃদয়ে মুক্তিযুদ্ধ ধারণ করেন না।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খাইরুল আনম সেলিম।

আরও পড়ুন: এই ছাত্রলীগ আমরা চাই না: কাদের

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায়ক বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

সম্মেলন শেষে সন্ধ্যায় ভার্চুয়ালি মন্ত্রীর উপস্থিতিতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!