সারা দেশে বিএনপির গণসমাবেশ ঘোষণা
<![CDATA[
নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচিতে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে ঢাকাসহ সব মহানগরে ৬ অক্টোবর, জেলা পর্যায়ে ১০ অক্টোবর শোক র্যালি করবে বিএনপি। সেই সঙ্গে ৮ অক্টোবর থেকে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ হবে। এর মধ্যে- ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ হবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
ফখরুল বলেন, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন: সমাবেশের ঘোষণা ছাত্রদলের
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপি মহাসচিব বলেন, গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করে। আরও অসংখ্য কর্মী আহত হয়।
তিনি বলেন, আগষ্ট থেকে জ্বালালি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচিতে এখন পর্যন্ত ভোলায় নূরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন, যশোরে আব্দুল আলিম নিহত হয়। এর মধ্যে পুলিশ ৪ জনকে গুলি করে এবং ১ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করে।
]]>




