সারা দেশে ৪ ফেব্রুয়ারি বিক্ষোভ-সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ
<![CDATA[
সরকারের পদত্যাগ, বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘একটা কর্মসূচির পর আরেক কর্মসূচি আসে। আমরা আসি, যাই, আবার আসি। কিন্তু প্রতিটি কর্মসূচিই একটির চেয়ে আরেকটি আরও শক্তিশালী আরও সাহস সঞ্চার করে। ভবিষ্যতে আমরা আবারও রাস্তায় আসব আরও শক্তি সঞ্চার করে।’
আরও পড়ুন: বিএনপির লাল কার্ড, দশ দফা, ৫৪ দল সবই ভুয়া: কাদের
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ সমাবেশ চলে। সমাবেশে আরও সাতটি রাজনৈতিক দলের নেতারা সরকারের পদত্যাগের দাবি জানান। এদিকে একই সময়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক ঐক্য।
দেশে সরকারের অঘোষিত বাকশাল প্রতিষ্ঠিত হতে দেবে না বলেও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারবিরোধী যেকোনো রাজনৈতিক দলকে জোটে অংশ নিলে স্বাগত জানানো হবে বলে জানান জোট নেতারা।
সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় বলেও মন্তব্য করেন মঞ্চের নেতারা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
গত ১৬ জানুয়ারি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই সময়ে সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক ঐক্য। এতে চারটি বাম রাজনৈতিক দলের জনা বিশেক ব্যক্তিকে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
]]>




