সাহস থাকলে দেশে আসেন: তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী
<![CDATA[
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশ থেকে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি বলেন, ‘বিদেশে থেকে মানুষ হত্যার পরিকল্পনা না করে সাহস থাকলে দেশে আসেন, আইনি পথে মোকাবিলা করুন।’
মন্ত্রী বলেন, বিএনপি করে নৈরাজ্য আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ।
বিএনপি নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির নামে যদি আবারো নৈরাজ্য করেন তাহলে নিরাপত্তা বাহিনী লাগবে না জনগণকে নিয়েই আওয়ামী লীগ মোকাবিলা করবে।
আরও পড়ুন: তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে বদলে দেবেন। তিনি সেটা করে দেখিয়েছেন। শত শত উন্নয়ন প্রকল্প তিনি করে দেখিয়েছেন। অবকাঠামো ছাড়াও ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন।
]]>