সিআইপি হওয়ায় মালয়েশিয়ায় প্রবাসী অহিদুরকে সংবর্ধনা
<![CDATA[
কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য প্রতিষ্ঠান ‘সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএচডির স্বত্বাধিকারী ও বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মো. অহিদুর রহমান অহিদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়ার নেতৃবৃন্দরা।
তিনি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ মালয়েশিয়া শাখার সভাপতি মো. মকবুল হোসেন মুকুল।
মালয়েশিয়া আওয়ামীলীগের সহ সভাপতি রাশেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি ও ইউনিভার্সিটি কুয়ালালামপুরের অধ্যাপক ও ড. এটিএম ইমদাদুল হক।
আরও পড়ুন: সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী অহিদুর রহমান
অহিদ বলেন, সিআইপি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ারসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়ার নেতৃবৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানায়।
সভায় অহিদুর রহমান অহিদ গুরুত্বপূর্ণ পদকের মর্যাদা রক্ষায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মালয়েশিয়া শাখার উপদেষ্টা প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, সহ সভাপতি কাইয়ুম সরকার, মো. হুমায়ুন কবির, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মামুন উর রশিদ, প্রচার সম্পাদক আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, আবুল হাসেম, ডা. তারেক, ডা. মিজানুর রহমান, এস কে সেন্টু, জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, সদস্য জহিরুল ইসলাম জহির, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মওদুদ মোল্লাসহ আরও অনেকে।
]]>