সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ
<![CDATA[
দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয়েছে সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল। মেলায় বাংলাদেশিদের স্টলগুলোতে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটিরশিল্প, হস্তশিল্প, দেশীয় পোশাক ও অন্যান্য পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়।
গত ২২ অক্টোবর খেকে শুরু হয়ে দুই দিনব্যাপী চলা ‘সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২২’ এ বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন দেশের মোট ৪৭টি দূতাবাস অংশগ্রহণ করে। দক্ষিণ কোরিয়ার রাজধানীর সিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট কর্তৃক আয়োজিত সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল।
কোরিয়ান অতিথিরা ও মেলায় অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রদূতের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন সিউল সিটি এর ভাইস মেয়র কিম উই সং।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন। মেলায় বাংলাদেশ দূতাবাসের জন্য নির্ধারিত তিনটি স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়। এ ছাড়া ‘ওয়ার্ল্ড কস্টিউম ডিসপ্লে’ বুথে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকসমূহ প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় আলোকিত সিউলের আকাশ
খাদ্য স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাঙালির নাচ গানে উৎসবটি হয়ে উঠে প্রাণবন্ত ও জমজমাট।
১৯৯৬ সাল থেকে প্রতি বছর সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে আসছে । দুই দিনব্যাপী সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালে থিম ছিল ““Bringing the World Together”। এমন উৎসবে অংশগ্রহণ দুই দেশের মধ্যে বন্ধুত্বপর্ণ সম্পর্ক বৃদ্ধি ও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
]]>