সিটি নির্বাচনে ইভিএমের প্রতি ভোটারদের সম্পূর্ণ আস্থা আছে: সিইসি
<![CDATA[
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের প্রতি ভোটারদের সম্পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের সিটি নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে প্রার্থী, ভোটারসহ সবাইকে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: নির্বাচনের আগেই হেরে গেছে ডালিয়া, বললেন মোস্তফা
এ সময় মতবিনিময় সভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা প্রচার-প্রচারণার ক্ষেত্রে সময় বৃদ্ধি করে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.), কমিশনের সচিব জাহাঙ্গীর আলম রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহতাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
]]>