সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠিতে বৈরী আবহাওয়া
<![CDATA[
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হবে এটি। কিন্তু এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলাগুলোতে।
সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠিতে গুড়িবৃষ্টি হচ্ছে। কালো মেঘে আকাম অন্ধকার হয়ে আছে। রোববার (২৩ অক্টোবর) ভোর থেকে গুমোট আবহাওয়া বিরাজ করছে জেলাজুড়ে।
বৈরী আবহাওয়ার কারণে কেউ স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে সব পেশার মানুষের। জেলার সুগন্ধা-বিশখালিসহ ১১টি নদীতে থমথমে পরিস্থিতি। দুর্যোগের আভাসে শঙ্কায় পড়েছেন নদী পাড়ের মানুষজন।
এদিকে দুর্যোগ মেকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কসংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আরও পড়ুন: উত্তাল সাগর: সমুদ্রে ৩, নদীবন্দরে ২ নম্বর সতর্কতাসংকেত
রোববার সকালে আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতাসংকেত এবং দেশের সকল নদীবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত বহাল থাকবে।
এ সময় বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করে দ্রুত সময়ে তীরে ফিরতে অনুরোধ করা হয়েছে।
]]>




