সিরাজগঞ্জে কবির বিন আনোয়ারকে আ. লীগের সংবর্ধনা
<![CDATA[
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারকে গণসংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের মুক্তির সোপানে এ গণসংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা।
আরও পড়ুন: সিরাজগঞ্জ হাইওয়ে ডাকাত দলের অভয়ারণ্য
এ সময় কবির বিন আনোয়ারকে দলীয় প্রতীক নৌকা, ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
]]>




