সিরাজগঞ্জে বাড়িতে হাত বোমা বিস্ফোরণ
<![CDATA[
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বাড়িতে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চরিয়াশিকা এলাকায় এ হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চরিয়াশিকা এলাকায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। জানা যায়, কিছুদিন আগে হাত বোমা বিস্ফোরণের ওই বাড়িটি ভাড়া নেয় কয়েকজন যুবক। ভাড়া করা ওই বাড়িতে এর বাইরেও কয়েকজন যুবক যাতায়াত করত। তবে তারা কী করতো এ বিষয়ে স্থানীয়রা কিছুই বরতে পারেনি।’
সিরাজগঞ্জের বালু ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, সোমবার দুপুরে তাকে ডেকে এনে বালু ব্যবসার কথা বলে ওই যুবকরা। পরে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মুক্তিপণ দাবি করলে সাত্তার ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে যুবকরা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বোমা বিস্ফোরণে বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম আহত হয়। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: নিকলীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
পরে খবর পেয়ে র্যাব-১২ তাদের মধ্যে দুইজনকে আটক করে। সন্ধ্যায় আব্দুস সাত্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পরে র্যাব-১২ বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালায় ঘটনাস্থলে। তবে ওই যুবকরা কারা বা কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে র্যাব।
]]>