সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা এরদোয়ানের
<![CDATA[
সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (২১ নভেম্বর) সিরিয়া থেকে ছোড়া তুরস্কের একটি শহরে রকেট হামলায় শিশুসহ তিনজন নিহত হওয়ার পর এরদোয়ান এ ঘোষণা দেন।
কাতার থেকে তুরস্কে ফেরার সময় সাংবাদিকদের তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এ অভিযান শুধুমাত্র বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার কোনো কারণ নেই।’
তিনি বলেন, আমাদের স্থল বাহিনী কী ধরনের শক্তি ব্যবহার করবে সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চিফ অব স্টাফ একসাথে সিদ্ধান্ত নেবেন।
এরদোয়ান বলেন, ‘আমরা ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছি যে, যারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করবে তাদের মূল্য দিতে হবে।’
আরও পড়ুন: সিরিয়া-ইরাকে একযোগে তুরস্কের অভিযান, নিহত ৩১
এর আগে রোববার (২০ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন জায়গায় একযোগে সামরিক অভিযান শুরু করে তুর্কি সেনাবাহিনী। দেশদুটির বিভিন্ন ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় ছয়জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। ভয়াবহ ওই হামলার ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও তুর্কি সরকার এ জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করে আসছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই সিরিয়া ও ইরাকে কুর্দিবিরোধী অভিযান শুরু করে আঙ্কারা।
]]>




