সিরিয়ায় ১৬০০ বছর আগের রোমান মোজাইক আবিষ্কার
<![CDATA[
মধ্য সিরিয়ায় অক্ষত অবস্থায় ১৬০০ বছর আগের একটি রোমান মোজাইক আবিষ্কৃত হয়েছে। ২০ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের মোজাইকটি সিরিয়ার হোমসের কাছে রাস্তান শহরের একটি ভবনের নিচে পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সাল পর্যন্ত রাস্তান শহর ছিল বিদ্রোহীদের দখলে। মোজাইকটিতে ট্রোজান এবং অ্যামাজন যুদ্ধসহ রোমান পৌরাণিক দৃশ্য দেখানো হয়েছে। প্রত্মতাত্তিকরা বলছেন, এটি একেবারেই বিরল এক মোজাইক।
এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সিরিয়ার অনেক প্রত্নতাত্ত্বিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবশেষ এই আবিষ্কারকে ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বর্ণনা করা হচ্ছে।
সিরিয়ার জেনারেল ডিরেক্টরেট অব মিউজিয়াম অ্যান্ড অ্যান্টিকুইটিজের সিনিয়র কর্মকর্তা হামান সাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘আমাদের সামনে যা রয়েছে তা এমন একটি আবিষ্কার, যা বিশ্বব্যাপী বিরল।’
আরও পড়ুন: সিরিয়ায় সেনা বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৮
তিনি আরও বলেন, ‘মোজাইকটিতে রোমান সমুদ্র দেবতা নেপচুন এবং তার ৪০ জন উপপত্নীকে চিত্রিত করা হয়েছে। পাশাপাশি রয়েছে হারকিউলিস অ্যামাজন রানি হিপপোলিটাকে হত্যার দৃশ্যও।’
২০১৮ সালে সিরিয়ার সরকারি বাহিনীর হাতে না যাওয়া পর্যন্ত রাস্তান ছিল বিদ্রোহীদের ঘাঁটি। যেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াইও ছিল নিয়মিত ঘটনা।
সিরিয়ায় দামেস্কের উমাইয়া মসজিদ এবং প্রাচীন শহর পালমিরাসহ প্রাচীন সভ্যতার কিছু সংরক্ষিত ধ্বংসাবশেষ রয়েছে। তবে গৃহযুদ্ধে অনেক সম্পদ ধ্বংস বা লুট হয়েছে।
]]>




