সিলেটে টিলা থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
<![CDATA[
সিলেটের গোয়াইনঘাটে একটি টিলার ওপর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের মুজিবনগর এলাকা মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপির মুজিবনগর এলাকার চেয়ারম্যান টিলার ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে তৎপরতা চালায়।
ওই নারী বেশ কিছুদিন ধরে জাফলং এলাকায় ভবঘুরে ছিলেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: দুবছর পর তপু হত্যার রহস্য উদ্ঘাটন, আলামত সংগ্রহ
পুলিশ বলছে, মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ইট কিংবা ভারী কোনোকিছু দিয়ে আঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে মরদেহ বিবস্ত্র অবস্থায় থাকায় পাশবিক নির্যাতনের শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত পুলিশের দুটি দল মরদেহ উদ্ধারে কাজ করেছে। তারা নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে নাম-পরিচয় জানার চেষ্টা করছে।
]]>