সিলেটে নিয়মিত ম্যাচ আয়োজন না হওয়ায় হতাশ স্থানীয়রা
<![CDATA[
বিপিএল উন্মাদনা বেশ ভালোভাবেই জেঁকে বসেছে চায়ের শহর সিলেটে। প্রথমদিনের ম্যাচে উপচেপড়া ভিড় দেখা গেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এলাকাজুড়ে। কেবল স্থানীয়রা নয়, বিপিএলের খেলা দেখতে, ঢাকা থেকেও অনেকে পাড়ি জমিয়েছেন শহরটিতে। তবে ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ, নীতিনির্ধারকদের উদাসীনতায়, বরাবরই ক্রিকেট থেকে উপেক্ষিত দেশের অন্যতম এই সুন্দর নগরী।
ঢাকা-চট্টগ্রাম ঘুরে বিপিএল এখন সিলেটে। চায়ের টিলায় ঘেরা দেশের অন্যতম সুন্দর এই নগরীতে, সৌন্দর্য কম নয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও। সবশেষ নারী এশিয়া কাপেও আন্তর্জাতিক মণ্ডলে সুনাম কুড়োয় সিলেট।
তবে দেশের ক্রিকেটে বরাবরই উপক্ষিত এই স্টেডিয়াম। টুর্নামেন্ট আয়োজকদের উদাসীনতা আর স্বদিচ্ছার অভাবে প্রচারণা নেই, নেই কোনো বাড়তি আয়োজন শহরটিতে।
আরও পড়ুন: সিলেটকে দ্বিতীয় হারের স্বাদ দিলো রংপুর
তবুও ক্রিকেটপ্রেমী সিলেটবাসী, ঠিকই ম্যাচের দিন ভিড় জমিয়েছেন গোটা স্টেডিয়াম পাড়াতে। নিজেদের শহরে ক্রিকেট নিয়ে এমন বৈষ্যমে, হতাশা ঝড়েছে তাদের কণ্ঠে। কেবল স্থানীয়রাই নয়, সিলেট পর্বের খেলা দেখতে, চায়ের শহরে পাড়ি জমিয়েছেন শহরের বাইরের মানুষও।
তারা জানান, সিলেটে আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও এখানে পর্যাপ্ত ম্যাচ আয়োজন হয় না। যা অনেক হতাশাজনক। সিলেট স্টেডিয়ামে নিয়মিত ম্যাচ আয়োজন না হওয়াটা স্থানীয়রা দুঃখজনক বলেই মনে করেন।
আরও পড়ুন: পাকিস্তানি ক্রিকেটারদের বিকল্প খুঁজছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
বিপিএলের ৪০ দিনের আয়োজনে, সিলেটে খেলা হবে মাত্র ৪ দিন। মোটের হিসেবে যা কিনা মাত্র ১০ শতাংশ। অথচ ক’দিন আগেও বন্দরনগরী চট্টগ্রামে খেলা হয়েছে টানা ৭ দিন।
দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে বারবারই প্রশ্নবিদ্ধ আয়োজকদের ভূমিকা। আইপিএল-পিএসএল যেখানে হুহু করে এগিয়ে চলছে, সেখানে মৃতপ্রায় বিপিএল নিয়ে এমন উদাসীনতা ভবিষ্যতের জন্য খুব একটা আশা রাখার সুযোগ রাখে না।
]]>




